ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে।

ঠাকুরগাও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2018, 09:59 AM
Updated : 21 July 2018, 10:18 AM

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন জানান, শনিবার ভোরে জেলার হরিপুর উপজেলায় ৩৬৯ নম্বর সীমানা নির্দেশক পিলারের কাছে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী (১৬) উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তাক আলীর ছেলে।

হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোসেনসহ কয়েকজন গরু আনার জন্য ভারতে ঢোকার চেষ্টা করছিলেন।

“ভারতের নারগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। সহযোগীরা গুলিবিদ্ধ হোসেনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় নিহত হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।