গ্রেপ্তারের পর ‘পালানোর চেষ্টা করে’ ২ পায়ে গুলিবিদ্ধ

লালমনিরহাটে গ্রেপ্তারের পর এক ব্যক্তি ‘পালানোর চেষ্টা করে’ দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2018, 07:45 AM
Updated : 21 July 2018, 07:45 AM

জেলার হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, শনিবার ভোরে রবিউল ইসলাম (৪০) নামে ওই ব্যক্তিকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

রবিউল বগুড়া সদর উপজেলার ধাওয়া ফিকশন সোনারপাড়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে। তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি ওমর বলেন, সিঙ্গিমারী গ্রাম থেকে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ গ্রেপ্তারের পর পুলিশ তাকে নিয়ে একই এলাকায় অভিযানে নেমেছিল।

“মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। রবিউল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ গুলি করলে তার দুই পায়ে লাগে।”

কথিত মাদক ব্যবসায়ীদের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছে জানিয়ে ওসি ওমর বলেন, আহত পুলিশ ও রবিউলকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।