নানিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যানকে অপহরণের অভিযোগ

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিময় চাকমাকে অপহরণের অভিযোগ করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2018, 10:32 AM
Updated : 20 July 2018, 10:33 AM

তবে এ বিষয়ে থানায় জানানো হয়নি।

সংগঠনটির রাঙ্গামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা শুক্রবার অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে অপহরণ করা হয়।

“সশস্ত্র মুখোশধারীরা প্রীতিময় চাকমাকে তার সাবেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যানপাড়ার বাড়ি থেকে অপহরণ করে। পরে তাকে ইঞ্জিনচালিত বোটে করে মহালছড়ি উপজেলার মুবাছড়ির দিকে নিয়ে যায়।”

ইউপিডিএফ-গণতান্ত্রিক এবং এমএন লারমার জনসংহতি সমিতির সদস্যরা তাকে অপহরণ করেছে বলে তার অভিযোগ।

তিনি ‘অপহরণের’ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে উদ্ধারের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে থানায় জানানো হয়নি কেন সে বিষয়ে তিনি কিছু বলেননি।

অপহরণের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছেন এমএন লারমার জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা।

তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা তাদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দল হতে পারে।”

আর ইউপিডিএফ গণতান্ত্রিকের দপ্তর সম্পাদক মিটন চাকমা বলেন, অপহরণের কোনো খবর তারা পাননি।

“ইউপিডিএফ যেহেতু সবকিছুতে আমাদের দায়ী করে সেখানে কী আর বলার আছে? হয়তবা তারা ঘটনাটি ঘটিয়ে আমাদের দোষ দিচ্ছে।”

পুলিশ এ ধরনের কোনো খবর পায়নি বলে জানিয়েছেন নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ।

তিনি বলেন, “থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।”

গত ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদের সামনে প্রকাশ্য দিবালোকে পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়।

আগামী ২৫ জুলাই সেখানে উপনির্বাচন হবার কথা।

‘অপহৃত’ প্রীতিময় চাকমা ওই নির্বাচনে ইউপিডিএফ-সমর্থিত প্রার্থী প্রণতি রঞ্জন খীসার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

প্রীতিময় চাকমা ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।