ধর্ষণের আসামি ‘পালাতে গিয়ে’ পুলিশের গুলিতে আহত

লালমনিরহাটে ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তারের পর পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2018, 09:28 AM
Updated : 20 July 2018, 09:28 AM

সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দক্ষিণ শিবেরকুটি গ্রামের পাকারমাথা এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান।

আহত আলমগীর হোসেন (৩৮) শিবেরকুটি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মাহফুজ বলেন, বুধবার বিকালে প্রবিবেশীর পাঁচ বয়সী মেয়েকে একা পেয়ে নানা প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় আলমগীর। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে সে।

“মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আলমগীর পালিয়ে যায়। পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।”

পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে আলমগীর এবং তার অজ্ঞাত পরিচয় এক সহকারীর বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই রাতেই অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।   

তিনি বলেন, “পরে আলমগীরের দেওয়া তথ্যে তার ওই সহযোগীকে ধরতে পাকারমাথা এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় আলমগীর পুলিশের ওপর ‘আক্রমণ করে’ পালানোর চেষ্টা করে।

“পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তার দুই পায়ে দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে আহত অবস্থায় আলমগীরকে গ্রেপ্তার করা হয়।”

এ ঘটনায় সদর থানার এসআই আব্দুল কুদ্দুস ও আলমগীর হোসেন আহত হলে তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে ওসি মাহফুজ জানান।