বেনাপোলে স্বর্ণের বারসহ ২ ভারতীয় আটক

বেনাপোল চেকপোস্ট থেকে ৪৫০ গ্রাম স্বর্ণসহ দুই ভারতীয়কে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2018, 07:57 AM
Updated : 20 July 2018, 07:57 AM

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, শুক্রবার সকাল ৯টার দিকে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কলকাতার সোনাপুর থানার জগদিপোতা গ্রামের হিরা চাওরের ছেলে সুজির চাও (৩৫) ও কলকাতার হাওড়া থানার আইসি বসু রোডের রামপ্রসাদের ছেলে সদানন্দ (৫৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কর্নেল আরিফুল বলেন, গোপনে খবর পেয়ে ঢাকা থেকে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি বাস থেকে দুইজনকে আটক করা হয়।

“পরে তাদের শরীরে ও ব্যাগে তল্লাশি করা হলে ৪৫০ গ্রাম স্বর্ণ, দুই হাজার ৬৩০ ভারতীয় রুপি এবং ২৫ হাজার ২২০ বাংলাদেশি টাকা পাওয়া যায়।”

আটককৃত স্বর্ণ, রুপি এবং টাকা আনুমানিক মূল্য উনিশ লাখ তেষট্টি হাজার তিনশত ছিয়াত্তর টাকা বলে জানান আরিফুল।

বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, স্বর্ণ, রুপি ও টাকসহ দুই ভারতীয় নাগরিককে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে ।