গরমে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে অসুস্থ ১১ বন্দি

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ১১ জন বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 07:12 PM
Updated : 19 July 2018, 07:12 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তারা অসুস্থ হতে শুরু করেন বলে জানিয়েছেন ডেপুটি জেলার ফরহাদ হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্দিরা অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল কারাগারেই চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।”

রাত সাড়ে ১১টা পর্যন্ত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন সাইফুল ফেরদৌস মোহাম্মদ খায়রুল আতাতুর্ক বলেন, অসুস্থদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

কারা কর্মকর্তা ফরহাদ বলেন, “অতিরিক্ত বন্দির থাকার কারণেই এ অবস্থা হয়েছে।”

৫০ জন ধারণ ক্ষমতার জেলা কারাগারে বর্তমানে সহস্রাধিক বন্দি রয়েছেন।

শ্রাবণের মধ্যে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে দেশজুড়েই। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের রাজাহারহাটে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এবারের গরমের মৌসুমে গত ১৫ জুন রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল।