সাভারে ৬ বেসরকারি হাসপাতালে অভিযান, দুইটি সিলগালা

ঢাকার সাভারে ছয়টি বেসরকারি হাসপাতালে অভিযোন চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 06:21 PM
Updated : 19 July 2018, 06:21 PM

বৃহস্পতিবার এ অভিযানে দুইটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান র‌্যাব-৪ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে সাভারের তালবাগ এলাকার ‘সাভার সেন্ট্রাল হাসপাতালের’ অপারেশন থিয়েটারে ময়লা-আর্বজনা পাওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা এবং নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হওয়ায় বন্ধ করে দেওয়া হয়।

আর অনুমোদন না থাকায় ‘প্রিন্স হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে’ ছয়লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছে।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ময়লা আবর্জনা পাওয়ায় দ্বীপ ক্লিনিক, ‘প্রাইম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, মুক্তি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, এসব হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ, রক্ত, ইনজেকশন রাখা ছিল।

তাছাড়া প্রয়োজনীয় চিকিৎসক সংকট, অদক্ষ জনবল, অপারেশন থিয়েটারে ময়লা-আর্বজনা ও অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ায় জরিমানা এবং দুইটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।