ভুলে জ্বরের ওষুধের বদলে কীটনাশক, প্রাণ গেল সন্তানের

ভুলে জ্বরের ওষুধের বদলে কীটনাশক খাইয়ে দেওয়ায় রাঙামাটিতে এক শিশুর মৃত্যু হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 03:51 PM
Updated : 19 July 2018, 03:51 PM

বৃহস্পতিবার রাঙামাটি শহরের কলেজ গেইট মন্ত্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে রাঙামাটি কোতোয়ালি থানার এসআই শাহ জালাল জানান।

মৃত জাহিদ হোসেন আলিফ (০১) ওই এলাকার মুন্নার ছেলে।

শিশুটির মা বিবি আয়শা বলেন, “ছেলে কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। তাকে তিন বেলা ওষুধ খাওয়াতে হত। ঘরের সামনের পেঁপে গাছে পোকা আসায় তার বাবা বিষ এনেছিল।

“আলিফের ওষুধের কাছে পোকা মারা ওষুধ রাখা হয়েছিল। ওষুধ খাওয়াতে গিয়ে ভুল করে পোকা মারার ওষুধ খাইয়ে দিলে ছেলে আরও অসুস্থ হয়ে পড়ে।”

পরে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।

হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর বলেন, দুপুরের শিশুটিকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ায় বাঁচানো সম্ভব হয়নি।

এসআই জালাল বলেন, ঘটনা শুনে ওই বাড়িতে গিয়ে প্রাথমিকভাবে মনে হয়েছে, মা ভুল করে বিষ খাইয়ে দিয়েছে।