‘ভুল চিকিৎসায়’ স্কুলছাত্রের মৃত্যু, ক্লিনিক সিলগালা

বগুড়ায় ‘ভুল চিকিৎসায়’ এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ ওঠার পর একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 03:02 PM
Updated : 19 July 2018, 03:02 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের শেরপুর রোডে ‘ডলফিন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক’ হাসপাতালটি বন্ধ করে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল।

এরআগে বুধবার রাতে ওই হাসপাতালে এপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের সময় মারা যায় স্কুলছাত্র সাকিব হাসান (১৪)।

শহরের ফুলতলা এলাকার আব্দুল আজিজের ছেলে সাকিব স্থানীয় ফয়জুল্লা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

সাবিকের বাবার অভিযোগ, চিকিৎসকদের ভুল চিকিৎসায় তার ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির চিকিৎসক, নার্সসহ সকল কর্মকর্তা-কর্মচারী পলাতক রয়েছেন।

এ ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বগুড়ার সিভিল সার্জন শামসুল হক জানান।

ডেপুটি সিভিল সার্জন আব্দুল ওয়াদুদকে প্রধান করে গঠিত কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিয়ে হয়েছে বলে জানান তিনি।

সিভিল সার্জন বলেন, কথিত ওই হাসপাতালের কোনো অনুমোদন ছিল না। এমনকি তারা অনুমোদনের জন্য কোনো আবেদনও দেয়নি।