এইচএসসি: রাজশাহী বোর্ডে ৪ বছরের সর্বনিম্ন পাসের হার

এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের এবার ৬৬ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 02:35 PM
Updated : 19 July 2018, 02:35 PM

উত্তর জনপদের আট জেলা নিয়ে গঠিত এই বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমে এসেছে এবার। 

এই বোর্ডের মোট চার হাজার ১৩৮ জন শিক্ষার্থী এবার পূর্ণ জিপিএ পেয়েছে, গতবছর পেয়েছিল পাঁচ হাজার ২৯৪ জন। গতবছর এ বোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ৩০ শতাংশ।

এবার বোর্ডে পাসের হার কমলেও সারা দেশের সার্বিক পাসের হারের চেয়ে এগিয়ে আছে রাজশাহী। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার সব বোর্ড মিলিয়ে ৬৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।

এইচএসসিতে রাজশাহী: ২০১৫-২০১৮

সাল

পাসের হার

জিপিএ-৫

২০১৮

৬৬.৫১ শতাংশ

৪১৩৮ জন

২০১৭

৭১.৩০ শতাংশ

৫২৯৪ জন

২০১৬

৭৫.৪০ শতাংশ

৬০৭৩ জন

২০১৫

৭৭.৫৪ শতাংশ

৫২৫০ জন

বৃহস্পতিবার ফল ঘোষণার পর রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনারুল হক এক সংবাদ সম্মেলনে বলেন, পাসের হার কমলেও এবার বোর্ডে শূন্য পাসের কলেজের সংখ্যা কমেছে।

এ বছর রাজশাহীর ছয়টি কলেজ থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। গতবছর এরকম শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১১টি।

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৪১ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ছাত্রদের পাসেরর হার ৬১ দশমিক ৪০ শতাংশ; ছাত্রীদের ৭২ দশমিক ৬৯ শতাংশ।

তবে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে ছেলেরা এগিয়ে আছে। এক হাজার ৯০৪ জন ছাত্রীর বিপরীতে দুই হাজার ২৩৪ জন ছাত্র পূর্ণ জিপিএ পেয়েছে।

আরও খবর