মুন্সীগঞ্জে বেইলি ব্রিজ ধসে লরি খালে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি বেইলি ব্রিজ ধসে সিমেন্ট বোঝাই লরি খালে পড়ে গেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 12:59 PM
Updated : 19 July 2018, 12:59 PM

বৃহস্পতিবার উপজেলার বালিগাঁও-লৌহজং-মাওয়া ঢাকা সড়কের দক্ষিণ হলদিয়া ছাতা মসজিদ বেইলি ব্রিজ ধসে পড়লে ঢাকার সঙ্গে লৌহজং উপজেলা সদর এবং আশপাশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপথের উপ সহকারী প্রকৌশলী মো. ছালাউদ্দীন জানান, সিমেন্টভর্তি ১০ চাকার লরিটি ঢাকার দিক থেকে লৌহজংয় আসার পথে সেতু ধসে খালে পড়ে যায়। ফায়ার সর্ভিস এসে ভেতরে কাউকে পায়নি।

তিনি বলেন, এ সেতু দিয়ে পাঁচ টন ওজনের ঊর্ধ্বের যান চলাচলে নিষেধ। কিন্তু ভোর বেলা গোপনে সিমেন্টবাহী লরি পার হওওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। গুরুত্বপূর্ণ এই ব্রিজ ধসে পড়ায় লৌহজং ও পশ্চিম টঙ্গীবাড়ির সঙ্গে ঢাকার সরাসরি যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে।

লরিটি উদ্ধার করে সেতুটি মেরামতের চেষ্টা চলছে। তবে কবে নাগাদ এটি সচল করা যাবে তা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান সড়ক ‍ও জনপথ বিভাগের এ প্রকৌশলী।