বাগেরহাটে অস্ত্র মামলায় দশ বছরের সাজা

বাগেরহাটে দুই বছর আগে অস্ত্র আইনের একটি মামলায় এক ব্যক্তিকে দশ বছরের সাজা দিয়েছে আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 10:06 AM
Updated : 19 July 2018, 10:06 AM

বৃহস্পতিবার বাগেরহাটের তৃতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো.জাকারিয়া হোসেন এই রায় দেন। 

দণ্ডিত আবু জাফর বাবু ওরফে বরিশাল বাবু বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জামিরতলা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রায়ে আসামিকে একটি ধারায় ১০ বছর এবং অপর দুটি ধারায় ৭ বছর কারাদণ্ডের আদেশ দেন বিচারক। ওই সাজা একই সঙ্গে কার্যকর হবে বলে রায়ে বিচারক উল্লেখ করেন।

মামলার বিবরণে বলা হয়, একটি হত্যা মামলায় ২০১৬ সালের ৩০ জুলাই খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকা থেকে আবু জাফরকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যে মোরেলগঞ্জ উপজেলার জামিরতলা গ্রামে বাবুর বাড়ির একটি ঘরের মেঝের নিচ থেকে একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়।

ওই ঘটনায় মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস বাদী হয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা করেন।

তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার এসআই সাত্তার মোল্লা ওই বছরের ২১ আগস্ট আবু জাফর বাবুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।