সরকারি গাড়ি চালনায় এডিসিপুত্র, দুর্ঘটনায় আহত ৩  

সরকারি ড্রাইভারকে পাশে বসিয়ে গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসকের ছেলেসহ তিনজন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2018, 03:45 PM
Updated : 18 July 2018, 03:45 PM

বুধবার বিকালে পটুয়াখালী-কুয়াকাটা সড়কে মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কলাপাড়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন।

আহতরা হলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দীনের ছেলে সায়েম (২২), দুর্ঘটনাকবলিত সরকারি জিপের চালক আমিনুল (৪৫) ও সায়েমের এক বন্ধু।

তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিসি পুলের একটি পাজেরো জিপ (পটুয়াখালী-ঘ-১১-০০২৫) নিয়ে সায়েম কুয়াকাটা যান এক বন্ধুসহ। ভ্রমণ শেষে চালক আমিনুলকে পাশে বসিয়ে নিজেই ড্রাইভ করছিলেন সায়েম।

“মাস্টার বাড়ি এলাকায় পৌঁছলে গাড়ির পেছনের বাম পাশের চাকা ফেটে গেলে জিপটি মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা দিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।”

থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও এডিসি (সার্বিক) নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি জানান।

এডিসি (সার্বিক) হেমায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিপটি দুর্ঘটনাকবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার ছেলেসহ অন্যদের তেমন কিছু হয়নি।

প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে পটুয়াখালীতে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।