সিটি নির্বাচন: ২৮ প্রতিশ্রুতি দিয়ে বরিশালে বিএনপি প্রার্থীর ইশতেহার

উন্নয়নের ২৮ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2018, 03:03 PM
Updated : 18 July 2018, 03:03 PM

বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

অপ্রয়োজনে সিটি কর বৃদ্ধি না করা, মুক্তিযোদ্ধা ও ইমামদের বিশেষ সুবিধা, বৃদ্ধাশ্রম স্থাপন, ইপিজেড, ছিন্নমূলের জন্য পৃথক আবাসনসহ পরিচ্ছন্ন ও উন্নত নগরী করার প্রতিশ্রুতি রয়েছে সরোয়ারের ইশতারে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।

আগামী ৩০ জুলাই সিটি করপোরেশনটিতে ভোটগ্রহণের কথা রয়েছে।

নির্বাচনে সরোয়ার ছাড়াও আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলনের ওবাইদুর রহমান মাহবুব, বাসদের মনীষা চক্রবর্তী এবং সিপিবির একে আজাদ  মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।