শিশুকে ধর্ষণের পর হত্যা, সৎ বাবার ফাঁসির রায়

বাগেরহাটে এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে মায়ের দ্বিতীয় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2018, 12:02 PM
Updated : 18 July 2018, 12:02 PM

বুধবার বিকালে বাগেরহাটের শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আল আমিন হাওলাদার (৩৬) শরণখোলা উপজেলার মঠেরপাড়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে পিপি সিদ্দিকুর রহমান খান জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, শরণখোলা উপজেলার সদরের রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল মায়া। ২০১৬ সালে শরণখোলা উপজেলার মঠেরপাড়া গ্রামের আল আমিনের সঙ্গে মায়ার মা পুতুল বেগমের বিয়ে হয়।

“ওই বছরের ২০ ডিসেম্বর সকালে আল আমিন স্ত্রী পুতুলকে ফোন করে মুরগি আনার মেয়েকে বাজারে পাঠাতে বলে। পরে মেয়েকে বাজারে পাঠান মায়ার মা। এরপর থেকেই শিশুটি নিখোঁজ ছিল।”

অনেক খোঁজাখুঁজির পর শিশুরটির সন্ধান না পেয়ে ওই দিন রাতে পরিবারের লোকজন পুলিশকে জানায়। পরে পুলিশ সন্দেহভাজন হিসেবে আল আমিনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী পরদিন মঠেরপাড়া গ্রামের লিটু মিয়ার ধানক্ষেত থেকে মায়ার মরদেহ পাওয়া যায় বলে জানান পিপি।

এ ঘটনায় ২১ ডিসেম্বর মায়ার নানা কামরুল হাসান দুলাল বাদী হলে শরণখোলা থানায় হত্যা ও ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।