বেনাপোলে স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ১০০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বেনাপোলে প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2018, 05:18 AM
Updated : 18 July 2018, 05:57 AM

আটক মিলন হোসেন (২২) বেনাপোল পোড়াবাড়ি নারানপুর গ্রামের মসিউর রহমানের ছেলে।

বুধবার সকালে বেনাপোল বাজারের বাহাদুরপুর রোড থেকে তাকে আটক করা হয় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরিফুল বলেন, ভারতে সোনা পাচারের খবর পেয়ে বাহাদুরপুর রোড এলাকায় অভিযান চালায় বিজিবি।

“এ সময় মিলনের চলফেরা সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালানো হলে দুটি স্বর্ণের বার পাওয়া যায়।”

স্বর্ণগুলোর ওজন এক কেজি ১০০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৪৭ লাখ ৩০ হাজার টাকা বলে এ বিজিবির কর্মকর্তা জানান।

তিনি বলেন, উদ্ধার করা সোনা বেনাপোল ট্রেজারিতে জমা করা হয়েছে। আর আলমকে হস্তান্তর করা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।