নড়াইলে খালেদার জামিন নাকচ

মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছে নড়াইলের আদালত।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2018, 10:23 AM
Updated : 17 July 2018, 10:34 AM

মঙ্গলবার জামিন আবেদন শুনানির নির্ধারিত দিনে সদর আমলি আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহিদুল আজাদ এ আদেশ দেন।

নড়াইলের আদালতে খালেদার বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করা হয় শহীদদের সংখ্যা নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করার অভিযোগে।

জেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী বাদী হয়ে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর খালেদার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে এ মামলা করেন।

বাদীর আইনজীবী আ. সালাম খান বলেন, গত ২ জুলাই খালেদার পক্ষে জামিন আবেদন করা হয়। সেইদিন শুনানি শেষে আদালত আজ (১৭ জুলাই) আদেশের দিন রাখে। পরে বিএনপি নেত্রীর জামিন নামঞ্জুর করেন বিচারক।

এর আগে গত ৫ জুন জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি হলেও ‘সমর্থনীয় নয়’ উল্লেখ করে আবেদন নামঞ্জুর করে আদালত।

এছাড়া গত ১৬ এপ্রিল জামিন আবেদন করা হলে পরবর্তী দিন ৮ মে শুনানির দিন রাখে আদালত। এরপর ৮ মে জামিন মঞ্জুর, নামঞ্জুর কোনোটাই হয়নি বলে জানান খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডের রায়ের পর বন্দি রয়েছেন খালেদা জিয়া। ওই মামলায় সর্বোচ্চ আদালত থেকে জামিন পেলেও কুমিল্লার নাশকতার দুটিসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানোয় তার মুক্তি আটকে যায়।