পাবনায় হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন

একজনকে হত্যার দায়ে পাবনায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2018, 12:31 PM
Updated : 16 July 2018, 12:31 PM

পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী সোমবার বিকালে আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে।

রায় ঘোষণার সময় সব আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।

সাজাপ্রাপ্তরা আমজাদ হোসেন সদর উপলোর নওদাপাড়া গ্রামের আকবর আলী প্রামাণিকের ছেলে মালিগাছা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

অন্যরা হলেন একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে তজির উদ্দিন, খোরশেদ প্রামাণিকের ছেলে আক্কাস আলী আকাই, নবীর উদ্দিন প্রামাণিকে ছেলে জীবন হোসেন, নূরুল ইসলামের ছেলে ইকরাম হোসেন, এরশাদ আলীর ছেলে আশকান আলী ও জামাত আলীর ছেলে জাফর আলী

পাবনার জজ আদালতের এপিপি শাহজাহান আলী মামলার নথির বরাতে বলেন, ২০১০ সালের ৩ অক্টোবর নওদাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনকে তার বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়।

পরদিন তার ছেলে আব্দুল মালেক সাতজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ২০১১ সালের ১২ মে পুলিশ সাতজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।

রাষ্ট্রপ্রক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী শাহজাহান আলী খান আর আসামিপক্ষে ছিলেন শাহাবু্দ্দিন সবুজ ও আব্দুল হামিদ।