বাঁশবোঝাই ট্রাক উল্টে অটোরিকশা চাপা, নিহত ৪

কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে অটোরিকশার ওপর পড়ে চারজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও চারজন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2018, 05:43 AM
Updated : 16 July 2018, 12:16 PM

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান,সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ট্রানজিট পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, নিহতদের মধ্যে তিনজন রোহিঙ্গা এবং একজন স্থানীয় বাসিন্দা।

নিহতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নূর কায়েস (২৫), টেকনাফের লেদা আলীখালি রোহিঙ্গা ক্যাম্পের তসরিন আক্তার (২০), তার ২৭ দিন বয়সী মেয়ে মোশারেফা আক্তার এবং বালুখালী পানবাজারের রোজিনা আক্তার (২৩)।

আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রোজিনা আক্তার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মুক্তির’  কর্মচারী ছিলেন বলে ওসি জানান।

পুলিশ কর্মকর্তা টুটুল বলেন, বাঁশবোঝাই ট্রাকটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটো অটোরিকশা ও কয়েকটি রিকশার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান টুটুল।