সাগরে লঘুচাপ: টেকনাফ-সেন্টমার্টিন নৌ চলাচল বন্ধ

লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

কক্সবাজার প্রতিনিধিশংকর বড়ুয়া রুমি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 05:12 PM
Updated : 15 July 2018, 05:12 PM

এতে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর সমস্যাসহ নানা দুর্ভোগে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ রুটে গত তিনদিন ধরে নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে জানান টেকনাফের ভারপ্রাপ্ত ইউএনও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা।

গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে দেশের অন্য উপকূলীয় এলাকার মতো টেকনাফের উপকূলীয় এলাকার সাগরও উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে।

কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে।

"এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।"

এতে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় কক্সবাজারসহ বিভিন্ন সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানান এ আবহাওয়া কর্মকর্তা।

সেন্টমার্টিনের স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, গত তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপবাসী নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর সংকটসহ নানা দুর্ভোগে রয়েছেন।

ইউপি চেয়ারম্যান বলেন, দেশের মূল-ভূখন্ডের সঙ্গে যোগাযোগের এ নৌ-রুটই একমাত্র অবলম্বন। নৌযান চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাজারে দেখা দিয়েছে নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর সংকট। এছাড়া অসুস্থ রোগীদের চিকিৎসাসহ নানা প্রয়োজনে যাতায়ত করতে না পারায় স্থানীয় বাসিন্দারাও রয়েছেন দুর্ভোগে।