ভৈরবে দুদলের সংঘর্ষে অটো চালক নিহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুদলের সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 01:51 PM
Updated : 15 July 2018, 01:51 PM

রোববার মেন্দিপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান।

নিহত সিএনজি অটোরিকশা চালক সিদ্দিক মিয়া (৪২) রসুলপুর পূর্বপাড়ার মোক্তার মিয়ার ছেলে।

আহতদের মধ্যে রইছউদ্দিন (৩২), স্বপ্না বেগম (৩৫), নিজামউদ্দিন (৭৫) ও আবদুর রাজ্জাককে (৪০) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি মোখলেছুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকালে সিদ্দিক মিয়ার সঙ্গে অটোরিকশার ভাড়া নিয়ে মেন্দিপুরের ভোলা মেম্বারের কথা কাটাকাটিা হয়।

ওসি জানান, এ নিয়ে গত তিনদিন ধরে দুই পক্ষের মধ্য উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষ দা, বল্লম, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

“এক পর্যায়ে বল্লমের আঘাতে সিদ্দিক মিয়া গুরুতর হন। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সিদ্দিক মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।