কেন্দ্রীয় কারাগারের নির্মাণাধীন ফটকের ছাদ ধসে আহত ৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের নির্মাণাধীন প্রধান ফটকের ছাদ ধসে সাত শ্রমিক আহত হয়েছেন। 

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 01:29 PM
Updated : 15 July 2018, 01:29 PM

রোববার সকালে উপজেলার রাজেন্দ্রপুরে ঢাকা-মাওয়া সড়কের পাশে অবস্থিত কারাগারে এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান।

আহত শ্রমিকরা হলেন হারুন (৫০), সোহরাব (৫০), মাইনুদ্দিন (২২), রাজ্জাক (২৮), ছলিম (৩৫), দেলোয়ার (৪০) ও রিপন (৩২)।

আহতদের ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি মনিরুল জানান।

প্রত্যক্ষদর্শী এক শ্রমিক সুজন (৩০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজন নারী শ্রমিকসহ তারা মোট চৌদ্দজন শ্রমিক ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান গেট নির্মাণের কাজ করছিলেন। তিনদিন আগে নিচ থেকে বাঁশের খুঁটির উপর ছাদ ঢালাই দেওয়া হয়েছিল।

“আজ সকালে গেটের উপরের আড়াই ফুট বিম ঢালাই দেওয়ার সময় হঠাৎ গেটের ছাদ ধসে পড়ে।”

কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে সাড়ে চার হাজার বন্দি ধারণ ক্ষমতার নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন ২০১৬ সালের ১০ এপ্রিল। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগার থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ঢাকা-মাওয়া সড়কের দক্ষিণে রাজেন্দ্রপুরে ৩১ একর জমির উপর নতুন এই কারাগার গড়ে তোলা হয়।