মেঘনায় নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস; অন্যজন এখনও নিখোঁজ।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 06:38 AM
Updated : 15 July 2018, 09:28 AM

আশুগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী বাইন হীরা জানান, উপজেলার জিটিসিএল ও ভৈরব কাঠপট্টি এলাকার মাঝামাঝি স্থান থেকে রোববার সোয়া ১১টার দিকে সানজিদা বিনতে তানভিরের লাশ উদ্ধার করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তবে আরেক শিক্ষার্থী ইসরাক ওরফে মেহরারের কোনো খোঁজ পাওয়া যায়ানি বলে ইউএনও জানান।     

ব্রাহ্মণবাড়িয়া জেলা ‍পুলিশের বিশেষ শাখার (ডিআইও) ইমতিয়াজ আহমেদ জানান, ২২ বছর বয়সী সানজিদা ঢাকার লক্ষ্মীবাজারের তানভির হোসেনের মেয়ে। আর ইসরাকের বাড়ি ঢাকার মগবাজারে।

সানজিদা রাজধানীর নটরডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার বিকালে রাজধানীর নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী ভৈরবে বেড়াতে গিয়ে নৌকা ভাড়া করে আশুগঞ্জের চর সোনারামপুরে যান।

শনিবার বিকালে রাজধানীর নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী ভৈরবে বেড়াতে গিয়ে নৌকা ভাড়া করে আশুগঞ্জের চর সোনারামপুরে যান।

সেখানে মেঘনা নদীতে গোসলে নামলে সানজিদা পানিতে তলিয়ে যান। তাকে বাঁচাতে ইশরাকুল নদীতে নামলে তিনিও তলিয়ে যান। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন।