আশুগঞ্জে মেঘনায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2018, 04:27 PM
Updated : 14 July 2018, 04:29 PM

শনিবার আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুর চরে এ দুর্ঘটনা ঘটে ইউএনও মৌসুমী বাইন হীরা জানান।

নিখোঁজরা হলেন সানজিদা বিনতে তানভির ও ইসরাক ওরফে মেহরাব। তারা কোন বিভাগে কিংবা বর্ষে পড়েন তা জানা যায়নি।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ করেছে।

আশুগঞ্জের ইউএনও মৌসুমী বলেন, বিকালে নটরডেম বিশ্ববিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী ভৈরব আসেন। ভৈরব থেকে একটি নৌকা ভাড়া করে তারা আশুগঞ্জের চর সোনারামপুর চরে বেড়াতে যান।

“সেখানে তারা গোসল করতে নামলে সানজিদা ও ইসরাক পানিতে তলিয়ে যান।”

খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানান ইউএনও।

উদ্ধারে সহায়তার জন্য ময়মনসিংহ থেকেও ফায়ারের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান তিনি।

শনিবার বিকালে কক্সবাজারের চকরিয়া উপজেলায় মুহুরী নদীতে পাঁচ স্কুলছাত্র ডুবে নিখোঁজ হওয়ার পর তিনজনের লাশ পাওয়া গেছে। দুজন এখনও নিখোঁজ রয়েছে।