গাইবান্ধায় ‘টাকা নিয়ে চাকরি দিতে না পেরে হত্যা’

গাইবান্ধার গোবিন্দগঞ্জে টাকা নিয়ে চাকরি দিতে না পেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2018, 02:06 PM
Updated : 14 July 2018, 02:06 PM

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী কথিত ওই চাকরিদাতার বাড়িঘরে ভাংচুর চালিয়ে আগুন দিয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান জানান, শনিবার শ্রীপতিপুর এলাকার মশিউর রহমানের বাড়ি থেকে আব্দুর রহমান মানুর (৪০) লাশ উদ্ধার করা হয়।

হোসিয়ারি ব্যবসায়ী মানু মুকুন্দপুর গ্রামের আইজ উদ্দিনের ছেলে।

মানুর বড় ভাই আনিছুর রহমান অভিযোগ করেন, তাদের ভাগ্নে ফয়জুল ইসলামকে ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে তিন-চার বছর আগে মানুর কাছ থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা নেন মশিউর রহমান।

ক্ষুব্ধ এলাকাবাসী কথিত চাকরিদাতার বাড়িঘরে ভাংচুর চালিয়ে আগুন দিয়েছে

“চাকরি দিতে না পেরে মশিউর টালবাহানা শুরু করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলে মশিউর এক লাখ টাকা ফেরত দেন। বাকি টাকা ফেরত দেওয়ার কথা বলে শুক্রবার সন্ধ্যায় মশিউর তার বাড়িতে মানুকে ডেকে নেন। মানু অনেক রাতেও বাড়ি না ফিরলে স্বজনরা তাকে খুঁজতে থাকে। শনিবার সকালে মশিউরের বাড়ির পেছনে ছোট একটি ঘরের চালের তিরে মানুর ঝুলন্ত লাশ মেলে।”

মশিউর ও তার সহযোগীরা মানুকে গলাটিপে হত্যা করেছেন বলে তার ভাই আনিছুর রহমানের অভিযোগ।

এ বিষয়ে মশিউর রহমানের বাড়িতে কেউ না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মশিউরের বাড়িঘর ভাংচুর করে একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায়।

ক্ষুব্ধ এলাকাবাসী কথিত চাকরিদাতার বাড়িঘরে ভাংচুর চালিয়ে আগুন দিয়েছে

ওসি মুজিবুর বলেন, এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ছাড়াও গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ ঘটনায় নিহত মানুর ভাই আনিছুর রহমান মশিউরসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন জানিয়ে তিনি বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।