মৌলভীবাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজার সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2018, 07:27 AM
Updated : 14 July 2018, 08:33 AM

শনিবার সকালে উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া ও পূর্ব খলিল পুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে মৌলভীবাজার পুলিশ সুপার মো. শাহজালাল জানান।

নিহতরা হলেন পূর্ব খলিলপুর গ্রামের মৃত. মোবারক আলীর ছেলে শফিকুর রহমান (২৫) ও লামুয়া গ্রামের মৃত ওয়ারিশ মিয়ার ছেলে আব্দুল মালিক (৫০)।

সংঘর্ষের পর পুলিশ চারজনকে আটক করেছে।

মৌলভীবাজার সদর মডেল থানার এসআই গিয়াস জানান, হাওরের জলমহাল, ফিসারি, রাস্তাঘাট ও গ্রামীণ আধিপত্য বিস্তার নিয়ে লামুয়া ও পূর্ব খলিল পুর গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে মামলাও রয়েছে।।

“এ নিয়ে শুক্রবার রাতেও উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ৮/১০জন আহত হয়। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

তিনি বলেন, শনিবার সকালে তাদের থানায় অভিযোগ নিয়ে আসার কথা ছিল। কিন্তু তারা থানায় না এসে পুনরায় সংঘর্ষে লিপ্ত হলে ধারালো অস্ত্রের আঘাতে লামুয়া গ্রামের লেফাস মিয়ার পক্ষের শফিকুর রহমান ও পূর্ব খলিলপুর গ্রামের মুকিদ মিয়ার পক্ষের আব্দুল মালিক নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।