রাজশাহীতে লিটন-বুলবুলের গণসংযোগ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে পূর্ণোদ্যমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও মোসাদ্দেক হোসেন বুলবুল।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2018, 05:08 PM
Updated : 13 July 2018, 05:13 PM

শুক্রবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী লিটন ১৮ নম্বর ওয়ার্ডের আসাম ও শিরোইল কলোনি এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট প্রার্থী বুলবুল ২৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শালবাগানের পারহাউজের মোড় থেকে গণসংযোগ শুরু করেন লিটন।

এরপর বউ বাজার, রবের মোড়, শিরোইল আসাম কলোনি, শিরোইল কলোনি ইঞ্জিনিয়ারিং পাড়া, শিরোইল কলোনি স্কুল, ছোটবোন গ্রাম এলাকায় লিফলেট বিতরণ করেন ও গণসংযোগ করেন।

এসব এলাকার বিভিন্ন বাড়ি ও দোকানে গিয়ে রাজশাহীর উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট চান খায়রুজ্জামান লিটন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি মিথ্যাচার, অপপ্রচার, সংখ্যালঘু ভোটারদের হুমকি দিচ্ছে। এসব বিষয়ে ইসিতে ইতিমধ্যে অভিযোগ দেওয়া হয়েছে।

তিনি তার সমর্থকদের সজাগ থাকার পরামর্শ দেন।

লিটন বলেন, “ভোটকে কেন্দ্র করে নৌকার পক্ষের নেতাকর্মী ও সমর্থকরা অনেক উজ্জ্বীবিত। ভোটাদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্বীপনা দেখা দিয়েছে। আমরা শেষ দিন পর্যন্ত এমন পরিবেশ দেখতে চাই। এ অবস্থা থাকলে তার বিজয় নিশ্চিত বলে আমি আশাবাদী।”

অপরদিকে, মোসাদ্দেক হোসেন বুলবুল সকাল ৮টা থেকে ২৬ নম্বর এবং বিকালে ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহবান জানান।

গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলবুল বলেন, তার প্রচার করতে প্রতিনিয়ত বাধা প্রদান করা হচ্ছে। এই অবস্থা নির্বাচন কমিশনকে জানিয়ে কোনো লাভ হচ্ছে না।

আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে নির্বাচনের দিন ধার্য রয়েছে।