শরীয়তপুরে কালভার্টের মুখ বন্ধ করায় এলাকায় ক্ষোভ

শরীয়তপুরে একটি কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে দেওয়ায় ফসল ডুবে যাওয়ার আশঙ্কায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2018, 05:44 AM
Updated : 13 July 2018, 05:44 AM

সদর উপজেলার বিনোদপুর সরদারকান্দি গ্রামে কালাম মাদবরের বাড়ির কাছে সরকারি খালের এই কালভার্টটি চান মিয়া বেপারী ও তার লোকজন বন্ধ করে দিয়েছেন।

এতে স্থানীয় সরদারকান্দি ও কাজিরকান্দি বিলের প্রায় ২০০ একর জমির আউশ, আমন, বোরো, পাট, মেছতাসহ বিভিন্ন ফসল হুমকির মুখে পড়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

ওই এলাকার কৃষক মিজান খান বলেন, “কালভার্ট খুলে না দিলে পানি আটকা পড়ে আমাদের ফসল নষ্ট হবে।”

ফসল নষ্ট হলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন এলাকার কৃষক আনোয়ার তালুকদারসহ অনেকে।

তবে কালভার্টের মুখ বন্ধকারী চানমিয়া বেপারী বলছেন, “টাকা দিয়ে জমি কিনেছি বাড়ি করার জন্য। আমার জায়গা দিয়ে আমি পানি নামতে দেব না। আমি আমার জায়গায় বাড়ি করার জন্য মাটি ভরাট করেছি। অন্যের জায়গায় মাটি ভরাট করিনি।”

তার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এলাকার কৃষক সুরত খাঁ বলেন, “প্রায় ১০০ বছর ধরে এখান দিয়ে বিলের পানি নামছে। এ কালভার্টের মুখ বন্ধ করে রাখলে কৃষকরা মারা যাবে।”

জেলা প্রশাসক কাজি আবু তাহের বলেন, “খবর পেয়ে ভরাট কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যেটুকু ভরাট হয়েছে তা শিগগির উচ্ছেদ করা হবে।”