বই না কেনায় ‘শিক্ষকের লাঞ্ছনা’, কলেজছাত্রীর আত্মহত্যা

ময়মনসিংহের ভালুকায় বই কিনতে না পারায় কলেজে ‘শিক্ষকের লাঞ্ছনার’ পর এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2018, 04:52 PM
Updated : 12 July 2018, 06:19 PM

বৃহস্পতিবার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান।

নিহত বন্যা আক্তার (১৬) ওই এলাকার মজনু মিয়ার মেয়ে। ত্রিশাল-ভালুকা মৈত্রী কলেজে একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে।

বন্যার মা মনোয়ারা বেগম জানান, তিনি উপজেলার ভরাডোবা ইউনিয়নের ‘পেট্রিয়ট স্পিনিং মিলের’ শ্রমিক। আর বন্যাকে সাত মাসের গর্ভে রেখে তার বাবা নিরুদ্দেশ হয়।

তিনি বলেন, “আর্থিক অবস্থা খারাপ হওয়ায় বই কিনে দিতে পারিনি মেয়েকে। বুধবার মেয়ে কলেজে গেলে শিক্ষক তাকে বইয়ের জন্য অপমান করেন।

“সেই লজ্জা ও ক্ষোভে বন্যা আজ সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।”

বই না কেনায় অপমানের কথা অস্বীকার করে ত্রিশাল-ভালুকা মৈত্রী কলেজের অধ্যক্ষ খাইরুল বাশার বলেন, “কলেজে এমন কোনো ঘটনা ঘটেনি। পারিবারিক কারণে মেয়েটি আত্মহত্যা করেছে।”

ওসি ফিরোজ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।