নেত্রকোণায় হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

জমির বিরোধে হত্যার দায়ে নেত্রকোণায় একই গ্রামের পাঁচজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2018, 09:55 AM
Updated : 12 July 2018, 09:55 AM

নেত্রকোণার জেলা ও দায়রা জজ এ কে এম রাশেদুজ্জামান রাজা বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের আরও তিন মাস কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন জেলার আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের জসিম উদ্দিন (৫০), শাবাশ খাঁ (৫২), ছদ্দু মিয়া (৪৫), আলাল উদ্দিন খাঁ (৪৬) ও কমল খাঁ (৪৩)।

রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় ছিলেন।

এ মামলায় আদালত আরও সাত আসামিকে অপরাধ প্রমাণিত না হওয়া খালাস দিয়েছে।

জেলার জজ আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ মামলার নথির বরাতে বলেন, রূপচন্দ্রপুর গ্রামের তাজুল ইসলামের সঙ্গে আসামিদের জমির বিরোধ ছিল। এর জেরে ২০১১ সালের ২৭ মার্চ তাজুল ও তার ছেলে সুমনকে কুপিয়ে আহত করা হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে তারা মারা যান।

পিপি আলম বলেন, ওই দিন রাতেই ১৫ জনের নামে মামলা করেন নিহত তাজুল ইসলামের ছেলে সোহাগ মিয়া। পরের বছর ১৫ সেপ্টেম্বর ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলায় ১২ জনের সাক্ষ্য নিয়ে আদালত রায় দিয়েছে বলে জানিয়েছেন পিপি সাইফুল আলম।