গোপালগঞ্জে দরিদ্র শিশুদের জন্য বিশেষ জন্মদিনের অনুষ্ঠান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের আয়োজনে দরিদ্র শিশুদের জন্মদিন পালন করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2018, 07:25 AM
Updated : 12 July 2018, 07:25 AM

উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বাপার্ড হলরুমে বুধবার কেক কেটে এ অনুষ্ঠান উদ্বোধন করেন।

শিশুদের জন্য ছিল সকাল ১০টায় জন্মদিনের কেক, বিস্কুট ও আপেল। আর দুপুরে পোলাও-মংস ও ডিম। সঙ্গে কোমল পানীয়।

জন্মদিনের উপহার হিসেবে তাদের দেওয়া হয়েছে একটা করে ক্যাপ ও টেবিল ল্যাম্প।

আয়োজক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়ার ব্যবস্থাপক সিলভিয়া ডেইজি বলেন, “এ বছর একসঙ্গে সাড়ে তিন হাজার শিশুর জন্য এ আয়োজন করা হয়। তারা সবাই দরিদ্র পরিবারের সদস্য।”

উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “দরিদ্র এই শিশুদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল। তারা তাদের ছেলেমেয়েদের জন্মদিন পালন করতে পারে না। ওয়ার্ল্ড ভিশন যে অনুষ্ঠানের আয়োজন করেছে এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে আসা স্কুলছাত্র নয়ন রায় বলেন, “জন্মদিনের অনুষ্ঠান কী এটা আমি আগে জানতাম না। এ অনুষ্ঠানে এসে আমরা জন্মদিন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পেরেছি।”