বাগেরহাটে ছাত্রলীগ নেতার উপর হামলায় গ্রেপ্তার ২

বাগেরহাটের কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাজরা ইশতিয়াক হোসেন বাহাদুরের উপর হামলায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2018, 04:51 PM
Updated : 11 July 2018, 04:51 PM

মঙ্গলবার রাতে কচুয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন কচুয়ার মঘিয়া ইউনিয়নের সহবাতকাঠি গ্রামের প্রয়াত আফছার উদ্দিন শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৫০) এবং কচুয়া সদরের হাবিবুর রহমান মোল্লার ছেলে নাজমুল হোসেন সুমন (২৮)।

এদিকে, এ ঘটনার দুদিনেও কোনো মামলা হয়নি।

গত মঙ্গলবার ভোরে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে সাইনবোর্ড-কচুয়া সড়কের রাঢ়িপাড়া কাটা বটতলা এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন হাজরা ইশতিয়াক হোসেন বাহাদুর (৩২)।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।

ইশতিয়াকের চাচি কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমার ভাসুরের ছেলে ইশতিয়াকের হাতে ও পায়ে দুটি অস্ত্রোপচার হয়েছে। সে এখন সুস্থ ও শঙ্কামুক্ত। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।”

কচুয়া থানার ওসি রবিউল কবির বলেন, এ হামলায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে কচুয়া থানায় মারামারি, দখলসহ একাধিক মামলা রয়েছে। থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এখনও কেন মামলা না হওয়ার ব্যাপারে তিনি বলেন, ইশতিয়াক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই এখনও কোনো মামলা হয়নি।

“তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলে বা পরিবারের কাউকে দিয়ে লিখিত এজাহার জমা দিলেই আমরা মামলা নথিভুক্ত করব।”