যশোরে নিখোঁজের পর গোলাগুলিতে তরুণ নিহত

যশোরে এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে; যিনি দুই দল ডাকাতের গোলাগুলিতে নিহত হয়েছেন বলে পুলিশের ভাষ্য।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2018, 05:24 AM
Updated : 11 July 2018, 10:01 AM

নিহত ব্যক্তি যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের হাশিমপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে বাবলুর রহমান বাবলা (২৬) বলে জানিয়েছেন তার চাচাত ভাই শতকত হোসেন।

শতকত  বলেন, মঙ্গলবার যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বাবলা। এরপর তিনি নিখোঁজ হন। অনেক খোঁজ করেও স্বজনরা তার  খোঁজ পাননি।

“বুধবার সকালে গোলাগুলিতে একজন নিহতের খবর পেয়ে যশোর সদর হাসপাতালের মর্গে এসে তার লাশ শনাক্ত করি।”

পুলিশ প্রথমে অজ্ঞাতপরিচয় বললেও পরে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আইনুদ্দীন বলেন, ‘লাশের পরিচয় পুরোপুরি মেলেনি। শুনেছি লাশটি যশোরের খাজুরা রোডের হাশিমপুরের বাবলার।’

মণিরামপুর থানার এসআই তোবারক আলী বলছেন, ভোর ৬টার দিকে যশোর-রাজগঞ্জ সড়কের গাঙ্গুলিয়া জামতলা এলাকা থেকে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয়।

“ভোরে গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। সেখানে আনুমানিক ২৬ বছর বয়সী এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।”

পরে লাশ উদ্ধার করে ময়নাদতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে তিনি জানান।

তিনি বলেন, “মাসখানেক আগে ওই এলাকায় একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছিল। ধারণা করা হচ্ছে, ওই ডাকাতদের দুই দলের মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।”

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একজোড়া চামড়ার স্যান্ডেল ও একটি মাফলার উদ্ধার করেছে বলে তিনি জানান।