পাবনায় ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার আটক

ঘুষের টাকাসহ পাবনার আটঘরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রারসহ দুইজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2018, 02:58 PM
Updated : 10 July 2018, 02:58 PM

মঙ্গলবার সন্ধ্যায় আটঘরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে তাদের আটক করা হয় বলে দুদক পাবনা অঞ্চলের উপ পরিচালক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এরা হলেন আটঘরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান ও মহুরী আশরাফুল আলম।

আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারটি সাফ কবলা দলিল নিস্পত্তির বিনিময়ে সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান ১৪ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দেওয়ায় দলিল নিস্পত্তি না করে অভিযোগকারীকে ঘোরাতে থাকেন তিনি।

“পরে তারা বিষয়টি দুদককে জানায়। দুদকের দেয়া পরামর্শ মোতাবেক মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সাব রেজিস্ট্রারের দাবি করা টাকা নিয়ে যান অভিযোগকারী। এ সময় দুদকের একটি দল অভিযান চালিয়ে নগদ ১৪ হাজার টাকাসহ তাকে আটক করে।”

একই ধরনের অভিযোগে ৫০ হাজার টাকাসহ মহুরী আশরাফুল আলমকেও আটক করা হয় বলে জানান তিনি।

তবে সাব রেজিস্ট্রার ইশরাত জাহান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেন।