‘পুলিশের মোটরসাইকেলে ইয়াবা পাচার’, যুবক আটক

হবিগঞ্জের বাহুবলে এক এএসআইয়ের মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা পাচারের অভিযোগ তুলে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2018, 02:04 PM
Updated : 10 July 2018, 02:22 PM

মঙ্গলবার উপজেলার পশ্চিম জয়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানান।

আটক সালাউদ্দিন (২২) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরমাভ্যালি এলাকার কনা মিয়ার ছেলে।

স্থানীয়দের অভিযোগ, সালাউদ্দিন দুই বছর ধরে উপজেলার সাতপাড়িয়া গ্রামের তাহির মিয়ার ওয়ার্কসপে কাজের পাশাপাশি এলাকায় ‘মাদক ব্যবসা’ চালিয়ে আসছেন। মঙ্গলবার দুপুরে বাহুবল মডেল থানার এএসআই কবিরের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পশ্চিম জয়পুর গ্রামে ইয়াবা ‘বিক্রি করতে’ এলে এলাকাবাসী তাকে আটক করে।

পরে তার দেহতল্লাশি করে পাঁচটি ইয়াবা পাওয়া যায় বলে জানায় তারা।

সালাউদ্দিন দীর্ঘদিন ধরে এএসআই কবিরের সঙ্গে মাদক ব্যবসার লেনদেন করে আসছে বলে গ্রামবাসীর অভিযোগ।

পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা রুবেল সরকার বলেন, “অনেক দিন ধরে আমরা পাহারা দিয়ে আসছি। আজ তাকে হাতেনাতে পুলিশের মোটরসাইকেলসহ আটক করেছি।”

ওসি মাসুক বলেন, গ্রামবাসী ইয়াবাসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে। তার কাছে পুলিশের মোটরসাইকেল কিভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে।

“কেউ যদি ধরনের কোনো কাজ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”