সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তরুণ নিহত

সুন্দরবন পূর্ব বিভাগে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক তরুণ নিহত হয়েছেন।

বাগেরহাট প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2018, 09:12 AM
Updated : 10 July 2018, 11:01 AM

নিহত তরুণ বনদস্যু বলে দাবি করলেও র‌্যাব তার পরিচয় বলতে পারেনি।

র‌্যাব ৮-এর উপ-অধিনায়ক মেজর খান সজীবুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে র‌্যাবের একটি দল শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া খাল এলাকায় কয়েকজন ব্যক্তিকে দাঁড়াতে বলে।

“কিন্তু তারা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। র‌্যাব পাল্টা গুলি করে। ২০-২৫ মিনিট গোলাগুলির পর তাদের বনের ভেতর পালিয়ে যেতে দেখা যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে র‌্যাব। তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

নিহত তরুণের পরিচয় সম্পর্কে তিনি বলেন, “তার বয়স ২৫-২৬ বছর। তবে সে কোন দস্যুদলের সদস্য তা এখনই বলা যাচ্ছে না।”

র‌্যাব ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ‘বেশ কিছু’ গুলি ও চারটি রামদা উদ্ধার করেছে বলে তিনি জানান।