কুমিল্লায় অস্বাস্থ্যকর হাসপাতালকে জরিমানা, ৩ জনের কারাদণ্ড

কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছে এবং কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2018, 02:27 PM
Updated : 9 July 2018, 02:27 PM

সোমবার নগরীর তেলিকোনা চৌমুহনিতে ‘মা-মণি হসপিটালে’ এ অভিযান চালানো হয়।

কুমিল্লা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আরডিসি এ কে এম সাইফুল আলম ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওপিএস ডা. সুমেন রায় এ অভিযান পরিচালনা করেন।

আরডিসি সাইফুল আলম জানান, হাসপাতালটিতে পাওয়া মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন, এক্স-রে সামগ্রী ও ওষুধ জব্দ করা হয়। এছাড়া অপরারেশন থিযেটারে মেয়াদ উত্তীর্ণ সেলাই সুতা পাওয়া গেছে। অপরারেশন থিযেটারের পরিবেশও স্যাঁতস্যাঁতে।

“ভ্রাম্যমাণ আদালত মা-মণি হসপিটাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। একইসঙ্গে ওই হসপিটালে কোনো সনদ ছাড়া অদক্ষ তিন কর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

হাসপাতালটির এক্স-রে রুম, অপোরেশন থিয়েটারের অবস্থা খারাপ। সেইসাথে অদক্ষ ও সনদবিহীন কর্মী দিয়ে প্যাথলজি পরিচালিত হয়ে আসছে, বলেন আরডিসি সাইফুল।

দণ্ডিতরা হলেন মা-মণি হসপিটালের ওটি বয় সেলিম মিয়া, এক্স-রে সহকারী মো. বাপ্পি ও প্যাথলজি সহকারী আল আমিন।