বেনাপোলে হুন্ডির টাকাসহ আটক ১

বেনাপোলে ভারত থেকে পাচার হয়ে আসা নয় লাখ টাকাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2018, 12:25 PM
Updated : 9 July 2018, 12:25 PM

সোমবার দুপুরে বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান।

আটক আব্দুর রাজ্জাক (৩৭) শার্শা উপজেলার পুটখালী গ্রামের উত্তর পাড়ার মৃত আশানুর রহমানের ছেলে।

সুবেদার লাবলুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে হুন্ডির টাকার একটি বড় চালান নিয়ে পাচারকারীরা আসছে এমন খবরে বিজিবির একটি টহলদল পুটখালি সীমান্তে অবস্থান নেয়।

“এসময় রাজ্জাক মোটরসাইকেলে করে বেনাপোলের দিকে আসছিলেন। সন্দেহজনক কথাবার্তার কারণে বিজিবি তাকে আটক করে। পরে তার কাছে তল্লাশি করে নয় লাখ টাকা পাওয়া যায়।”

উদ্ধারকৃত টাকা ও মোটরসাইকেলসহ রাজ্জাককে বেনাপোল পোর্ট হস্তান্তর করা হয়েছে।