গাইবান্ধায় `লক্ষাধিক’ সরকারি বই জব্দ

গাইবান্ধায় এক ভাঙ্গারি ক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে চলতি শিক্ষাবর্ষের সরকারি লক্ষাধিক নতুন বই উদ্ধার করেছে প্রশাসন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2018, 08:38 AM
Updated : 9 July 2018, 08:38 AM

গোবিন্দগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম জানান, রোববার রাতে ফকিরগঞ্জ গ্রামের ভাঙ্গারি ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে এই বইগুলো জব্দ করা হয়।

গোপনে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এই অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, রাজ্জাকের বাড়ির একটি টিনের ঘর থেকে এসব বই উদ্ধার করা হয়।

“ষষ্ঠ থেকে দশম পর্যন্ত বিভিন্ন শ্রেণির লক্ষাধিক বই পাওয়া গেছে। এর ওজন প্রায় আট টন। ধারণা করা হচ্ছে এর পেছনে বড় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানের খবর টের পেয়ে রাজ্জাক পালিয়ে যান বলে জানান ইউএনও রাফিউল।