পঞ্চগড়ে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2018, 10:50 AM
Updated : 8 July 2018, 10:50 AM

রোববার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের মালিগছ গ্রামে এ ঘটনা ঘটে বলে তেঁতুলিয়া থানার ওসি জহুরুল ইসলাম জানান।

নিহতরা হলেন সদর উপজেলার মীরগড় এলাকার আলাউদ্দিনের ছেলে বাবলু (২০) ও তেঁতুলিয়া উপজেলার বকশিগছ এলাকার খয়রুল ইসলামের ছেলে মাহবুব হোসেন (৩০)।

ওসি জহুরুল বলেন, দুপুরে ওই এলাকার গমির উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংকের ছাদ ঢালাইয়ের সাটারিং খুলতে নিচে নেমে বাবলু অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করতে মাহবুব নিচে নামলে সেও অসুস্থ হয়ে পড়ে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা জহুরুল বলেন, সেপটিক ট্যাংকটির মুখ বন্ধ ছিল । এ কারণে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হতে পারে। নিচে নামায় সম্ভবত তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই ব্যাপারটি পরিষ্কার হবে।