শৈলকুপায় দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2018, 06:56 AM
Updated : 7 July 2018, 06:56 AM

শনিবার ভাটবাড়িয়া গ্রামে এ সংঘর্ষ হয় বলে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান।

আহতদের মধ্যে ১২ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আলমগীর সাংবাদিকদের বলেন, ওই গ্রামে আজিজুর রহমান মেম্বার ও আফজাল হোসেনের দুটি পক্ষ রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।

“গত ১ জুলাই দুদলের সংঘর্ষে তিনজন আহত হয় এবং ২০টি বাড়িতে হামলা ও ভাংচুর হয়। ওই ঘটনায় পাল্টাপাল্টি মামলাও হয়।”

ওসি বলেন, এর জের ধরে সকালে উভয়পক্ষ ঢাল-সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে সংঘর্ষ থেমে যায়। গ্রামে পুলিশ মোতায়েন আছে।