গাইবান্ধায় ‘স্ত্রীর’ এসিডে স্বামী দগ্ধ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্ত্রীর ছোড়া এসিডে তার স্বামীর মুখমণ্ডল ঝলসে গেছে বলে পুলিশ জানিয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 01:29 PM
Updated : 4 July 2018, 01:29 PM

স্বামীর ‘পরকীয়ার জেরে’ স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল। একপর্যায়ে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্ত্রী এসিড ছুড়ে মারেন বলে পুলিশের ভাষ্য।

দাউদজাতীয় রোগের চিকিৎসার জন্য স্বামী এই এসিড এনে রেখেছিলেন।

উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু বলেন, দগ্ধ আকরাম হোসেন (৩৫) তার ইউনিয়নের সিলমানের পাড়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।

“আকরামের সঙ্গে এক নারীর পরকীয়া চলছে এই অভিযোগে তার সঙ্গে তার স্ত্রী বলবুলির দীর্ঘদিন ধরে কলহ-বিবাদ চলছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবারও আকরাম তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন।

“এ সময় বুলবুলি ঘরে রাখা এসিড স্বামী আকরামের ওপর ছুড়ে মারলে তার চোখসহ মুখমণ্ডল ঝলসে যায়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।”

প্রথমে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।

বুলবুলিও স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “নির্যাতনের একপর্যায়ে আকরাম তার স্ত্রীকে ছুরি মারার চেষ্টা করেন। স্ত্রী বুলবুলি হাত দিয়ে ছুরি ঠেকাতে গিয়ে আহত হন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে পরে তিনি ঘর থেকে এসিড নিয়ে স্বামীর মুখে ছুড়ে মারেন।”

দাউদজাতীয় রোগের চিকিৎসার জন্য আকরাম ব্যাটারির এসিড এনে ঘরে রেখেছিলেন জানিয়ে তিনি বলেন, তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।