‘নেশার টাকা না পেয়ে’ ঘরে আগুন, তরুণকে কারাদণ্ড

গাজীপুরে ‘নেশার টাকা না পেয়ে’ এক তরুণ তার মা-বাবাকে খুনের হুমকির পাশাপাশি ঘরে আগুন দিয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 12:48 PM
Updated : 4 July 2018, 12:48 PM

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারে তার এক বছরের সশ্রম সাজা হয়েছে।

জেলার শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা বলেন, “পটকা গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে হাবিবুর রহমান নেশার টাকা না দিলে মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের গালাগাল ও মারধর করতেন। সোমবার টাকা না দেওয়ার হাবিব বাড়ির একটি ঘরে আগুন ধরিয়ে দেন।

“আগুন নেভাতে গেলে হাবিব ধারালো দা দিয়ে তার মাকে খুন করতে যান। পরে বাবাকে খুন করার জন্য ধারালো দা নিয়ে বাড়ির আশপাশে ঘোরাফেরা করেন। তার বাবা তার বিচার চেয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন। পরে ভ্রাম্যমাণ আদালত হাবিবকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়।”

বুধবার দুপুরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, হাবিব কওমি মাদ্রাসায় লেখাপড়া করতেন। লেখাপড়া শেষ না করে বছর খানেক আগে রাজমিস্ত্রির কাজ নেন। এ সময় মাদকাসক্ত হন।

আগুনে ঘরের আসবাবপত্র, তৈজসপত্র ও কাপড়চোপড় পুড়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান এসআই শহিদুল।