বিরূপ আবহাওয়ায় কক্সবাজারে উড়োজাহাজ উঠানামায় বিঘ্ন

ভারী বৃষ্টিপাত ও বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামায় বিঘ্ন ঘটেছে।

কক্সাবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 07:12 AM
Updated : 4 July 2018, 07:21 AM

বুধবার বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা থেকে আসা দুটি উড়োজাহাজ অবতরণ না করে ফিরে গেছে বলে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. সাইদুজ্জামান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভারী বৃষ্টিপাত ও বিরূপ আবহাওয়ার কারণে দুটি উড়োজাহাজ কক্সবাজারে নামতে না পেরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বেলা সাড়ে ১২টার দিকে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় উড়োজাহাজ উঠানামা শুরু হয়েছে বলে তিনি জানান।

এদিকে সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কক্সবাজার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর থেকে কক্সবাজারে থেমে থেমে ভারী ও মাঝারি আকারের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

“বুধবার সকাল থেকে মুষলধারে একটানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয় ৫৪ মিলিমিটার। " 

তাছাড়া বর্ষা মৌসুম হওয়ার পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে আগামী একসপ্তাহ পর্যন্ত ভারী ও মাঝারি আকারের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান এই আবহাওয়া কর্মকর্তা।