সুনামগঞ্জ শহরে পানি, বিপৎসীমার ওপরে সুরমা

উজানের পানি আর টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বিপৎসীমার ৮০ সেন্টিমিন্টার ওপর দিয়ে বইছে সুরমা নদী।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 04:41 AM
Updated : 4 July 2018, 06:43 AM

পানি ঢুকেছে জেলা শহরের নিম্নাঞ্চলে। এতে দুর্ভোগে পড়েছে বেশ কিছু লোকজন। এ অবস্থায় আরও বৃষ্টি হলে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, বুধবার সকাল সাড়ে ৮টায় সুরমার পানি ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে; মঙ্গলবার যা ছিল ৪৮ সেন্টিমিটার।

গত ২৪ ঘন্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় পানি বেড়েছে। ইতোমধ্যে শহরের কিছু নিচু এলাকার রাস্তায় পানি উঠেছে।“

এভাবে পানি বাড়তে থাকলে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।

সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল বলেন, “শহরের সুরমা নদীর তীরবর্তী সাহেব বাড়িঘাট পশ্চিমবাজার, বড়পাড়া, কাজিরপয়েন্ট এলাকার রাস্তায় পানি উঠে গেছে। ফলে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

শহরের উত্তর আরপিননগর এলাকার রুজেল আহমদ বলেন, “আমাদের বাসার সামনের সড়কে পানি উঠে গেছে, আর সামান্য পানি বাড়লেই ঘরে পানি ঢুকে যাবে।”

বড়পাড়া এলাকার মামুন হোসেন বলেন, “ঘরের বারান্ধায় পানি চলে এসেছে, শিক্ষার্থীদের ওই পানি পেরিয়ে স্কলে যেতে হচ্ছে।”