মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহে নিহত ১

সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে ময়মনসিংহের ভালুকায় কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে আরও একজন নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 03:41 AM
Updated : 4 July 2018, 03:41 AM

ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকার পাড়ায় মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমানের ভাষ্য।

পুলিশ বলছেন, নিহত জালাল উদ্দিনের (৩৮) বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে থানায়।

ওসি আশিকুর রহমান বলেন, খন্দকার পাড়ায় আব্দুর রউফ মিয়ার বাড়ির পাশে মাদক কারবারিরা চালান হাতবদল করছে খবরপেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশ সেখানে অভিযানে যায়।

“মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ইট, পাটকেল ছোড়ে এবং পরে গুলি শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পলিয়ে যায়। তখন এলাকা তল্লাশি করে কুখ্যাত মাদক ব্যবসায়ী জালালকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পরে থাকতে দেখা যায়।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জালালকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলছেন, এ অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই জুয়েল ও কনস্টেবল ফজলুল হক আহত হয়েছেন; তাদের ময়মনসিংহ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থল থেকে ২০০ ইয়াবা, চারটি গুলির খোসা, একটি বড় রামদা ও একটি মোটরসাইকেল উদ্ধার করার কথাও জানিয়েছ পুলিশ।

প্রধানমন্ত্রীর নির্দেশে মে মাসে মাদকবিরোধী অভিযান শুরুর পর প্রায় প্রতি রাতেই কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতাদের’ নিহত হওয়ার খবর দিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের ঘটনায় গত এক মাসে দেড় শতাধিক নিহত হয়েছে।