মাদারীপুরে শিশু শিক্ষার্থীকে বেত মেরে শিক্ষক বরখাস্ত

মাদারীপুরে শিশু শিক্ষার্থীকে বেত মেরে আহত করায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2018, 10:24 AM
Updated : 3 July 2018, 10:24 AM

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসিরউদ্দিন আহম্মেদ বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃত দিল আফরোজ রত্না জেলা শহরের দরগাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আহত সম্পা আক্তার ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

সম্পার পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে সম্পা ক্লাস শুরুর সময় দুষ্টুমি করে হেসে ফেললে শিক্ষিকা ক্ষিপ্ত হয়ে তাকে বেত দিয়ে বাড়ি মারেন। এতে তার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়।

প্রথমে তাকে মাদারীপুর চক্ষু হাসপাতালে ভর্তি করা হলেও মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মাদারীপুর চক্ষু হাসপাতালে চিকিৎসক এআর অমিত বলেন, “শিক্ষার্থীর চোখ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাল চিকিৎসা না হলে চোখ নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

পুরোপুরি সেরে উঠতে তার সময় লাগবে বলে তিনি জানান।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক মো. ইশতিয়াক আহম্মেদ।