সুনামগঞ্জে বাড়ছে সুরমার পানি

সুনামগঞ্জে বৃষ্টিতে সুরমা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2018, 09:27 AM
Updated : 4 July 2018, 06:23 AM

জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার জানান, মঙ্গলবার বেলা ২টায় ষোলঘর পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপরে রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪০ মিলিমিটার।

অতিবৃষ্টিতে পানি বেড়েছে জানিয়ে তিনি বলেন, এখনও বন্যার আশঙ্কা করা হচ্ছে না। বৃষ্টি থামলে পানি দ্রুত কমে যাবে।

পানি বাড়ায় সুরমার তীরের নবীনগর, কাজিরপয়েন্ট, উকিলপাড়া, লঞ্চঘাট, পশ্চিববাজারে মানুষ কিছুটা আতঙ্কের মধ্যে আছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল।

তিনি বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব এলাকা প্লাবিত হতে পারে।