বান্দরবানে পাহাড় ধসে নারীর মৃত্যু

পার্বত্য জেলা বান্দরবানে রাত থেকে টানা বর্ষণে পাহাড়ের মাটি ধসে ঘরের ওপর পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2018, 08:35 AM
Updated : 3 July 2018, 08:35 AM

মঙ্গলবার দুপুরে বান্দরবানের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান।

নিহত প্রতিমা রানি দের বয়স আনুমানিক ৪০ বছর। তিনি কালাঘাটা তিন নম্বর ওয়ার্ডের মিলন দাসের স্ত্রী। 

ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত থেকেই জেলায় ভারি বৃষ্টি চলছে। বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ায় প্রাণহানির এ ঘটনা ঘটেছে।

“ওই পরিবার পাহাড়ের ঢালে ঘর তুলেছিল। পাহাড়ের মাটি ধসে দুপুরে ঘরের ওপর পড়লে প্রতিমা রানি চাপা পড়েন। খবর পেয়ে আমাদের কর্মীরা গিয়ে বেলা ১টার দিকে লাশ উদ্ধার করে।”  

বান্দরবান সদর থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড় ধসের ঘটনা যখন ঘটে, তখন ওই বাসায় আর কেউ ছিলেন না। প্রতিমা রানির লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বৃক্ষ নিধন আর নিয়ম ভেঙে পাহাড় কাটার কারণে প্রতি বছরই দেশের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটছে।

গতবছর ১১ থেকে ১৩ জুন ভারি বর্ষণের ফলে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও মৌলভীবাজার জেলায় অন্তত ১৫৬ জনের মৃত্যু হয়।  এর মধ্যে বান্দরবানে মৃত্যু হয় ৬ জনের।