গাইবান্ধার সেই বাস চালক গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়কের পাশের গাছে ধাক্কা লেগে বাস উল্টে ১৮ জন নিহত হওয়ার ঘটনায় ওই বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 03:35 PM
Updated : 2 July 2018, 03:36 PM

সোমবার ভোরের দিকে ঠাকুরগাঁও সদরের পূর্ব পারপুগি ডাঙ্গিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আকতারুজ্জামান জানান।

গ্রেপ্তার আমির হোসেন (৪০) ওই গ্রামের সিরাজুল হকের ছেলে।

গত ২৩ জুন ঠাকুরগাঁওগামী একটি নৈশ কোচ পলাশবাড়ী উপজেলার বাঁশকাটা (গরুরহাট) এলাকায় সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ১৮ জন নিহত ও কমপক্ষে ৩৮ আহত হয়।

ওই বাসের চালক ছিলেন আমির হোসেন। দুর্ঘটনার পর যাত্রী বেশে তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

ওসি আকতারুজ্জামান বলেন, দুর্ঘটনার পর আমির হোসেন যাত্রী পরিচয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন বলে পুলিশকে জানিয়েছে। অসাবধানতা ও চোখে ঘুম ঘুম ভাব থাকায় গাছে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে বলেও তিনি জানান। 

ওই ঘটনায় ওই দিন রাতেই হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসাইন বাদী পলাশবাড়ী থানায় একটি মামলা করেন। এই মামলায় তাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলা তদন্ত কর্মকর্তা আকতারুজ্জামান।